নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সাথে ’বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহা নিহত হয়েছেন। এ সময় পুলিশ দুটি ওয়ান স্যুটারগান, চারটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করেছে।
রোববার (১২ মার্চ) ভোর রাত ৪টার সময় তালা উপজেলার মহান্দি-নুরুল্লপুরের লক্ষণ দাশের আম বাগানে এ ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎ বাছাড় একই উপজেলার মাগুরাডাঙ্গার কানাইনাল বাছাড়ের ছেলে ও তালহা সুুজনসাহা গ্রামের মনি শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “রাতে লক্ষণ দাশের আম বাগানে ডাকাতির জন্য সংঘবদ্ধ হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হঠে। পরে ঘটনাস্থল থেকে বিদ্যুৎ ও তালহার মৃতদেহ ও দুটি ওয়ান স্যুটারগান, চারটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করা হয়।”
তাদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে বিদ্যুতের নামে পাচটি অস্ত্র ও পাচটি ডাকাতি মামলাসহ ১৪টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা।
তালায় ‘বন্দুকযুদ্ধে’ সহযোগীসহ চরমপন্থী নেতা বিদ্যুৎ বাছাড় নিহত
পূর্ববর্তী পোস্ট