বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ‘অকর্মা’ আখ্যা দিয়ে ওয়াশিংটন থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতের পাঠানো ইমেইল কিভাবে ফাঁস হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান টম টুগেন্ডহ্যাট বলেছেন, এভাবে তথ্য চুরি করে তা প্রকাশ করা আইনের গুরুতর লঙ্ঘন।
এর পেছনে যেই থাকুক তার বিচার করা হবে। তার এ কথার পরই বিষয়টি তদন্তের উদ্যোগ নিল সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ডেইলি মেইলে ফাঁস হওয়া ইমেইল বার্তাগুলোকে ‘অনিষ্টকর’ বললেও সেগুলোকে বেঠিক বলেনি।
ট্রাম্প বলেছেন, আমরা ওই মানুষটির ভক্ত নই এবং যুক্তরাজ্যকেও তিনি (ডেরচ) খুব ভালো কিছু দিতে পারেননি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলবে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।