দেশের খবর: শরীয়তপুরের জাজিরায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতারের ৮ দিন পর জামিনে মুক্তি পাওয়া জাজিরা পৌরসভার মেয়র ইউনুছ ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে (৩১) আবারও কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) আদালতে হাজির হলে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে ৮ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরী জামিন মঞ্জুর করে আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়ার আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গেল ২৯ জুন জাজিরা উপজেলা সদরের একটি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩০ জুন মামলা হয় জাজিরা পৌর মেয়রপুত্র মাসুদ ব্যাপারীর বিরুদ্ধে। পরে গত ১ জুলাই আদালতের মাধ্যমে মাসুদ ব্যাপারীকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। ৭ জুলাই শরীয়তপুর জেলা আমলি আদালতে তার জামিনের আবেদন করা হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আমলি আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী জয়নব আক্তার ইতি পরদিন জেলা ও দায়রা জজ আদালতে মিসআপিল করেন। তিনি ওই দিনই আরেক আবেদনে আসামির জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরী জামিন মঞ্জুর করে আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়ার আদেশ দেন। এর এ মুক্তির বিরুদ্ধে ফুসে উঠে জেলার বিভিন্ন সংগঠন। কর্মসূচি দিয়েছে বিচারকের প্রত্যহারসহ আসামির শাস্তির।