নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবপুর ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ইউপি চেয়ারম্যান আব্দুল মুজিদ বিশ্বাসের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভাতা বই ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। এ সময় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন বয়স্ক বিধবা ২৩ জন ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৩০ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৩০০ জন প্রতিবন্ধীর মাঝে দেশের সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট