এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু : একদিনের ব্যবধানে কালিগঞ্জ শ্যামনগর মহা-সড়কে পাউখালী তালতলা নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মিনি ট্রাকের ধাক্কায় বাই-সাইকেল আরোহী আমেনা খাতুন (৪৫) ঘটনা স্থলে ও তার স্বামী আবেদ আলী (৫৫) সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এসময় আহত আসাদুজ্জামান নুরকে (৮) আশঙ্কা জনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতরা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। স্থানীয়রা জানায়, সাইকেল আরোহী কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পাউখালী তালতলা নামক স্থানে পৌঁছানো মাত্র পেছন দিক থেকে দুরুত্বগামী একটি মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন (১৪-২২৩৬) ধাক্কা মারলে বাইসাইকেল থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে। এসময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সাভির্সের কর্মীরা ছুটে এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আল-ইমরান মাহমুদ আমেনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আমেনা খাতুনের স্বামী আবেদ আলী ও নাতি আসাদুজ্জমানের অবস্থা মুমুর্ষ হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দুপুর ২টার দিকে আবেদ আলী মারা যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে ও স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। সড়ক দূর্ঘটনায় আবেদ আলী ও স্ত্রী আমেনা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ রিপোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি বলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট