খুলনা প্রতিবেদক: খুলনায় চাঁদাবাজির অভিযোগের জেলা গোয়েন্দা পুলিশের ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই লুৎফর রহমান, এএসআই কেএম হাসানুজ্জামান, শেখ সাইদুর রহমান ও গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।
পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি অফিসিয়ালি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।