মাহফিজুল ইসলাম আককাজ : ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৭ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা অফিসার্স কাবে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা অফিসার্স কাবে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার মন্ডল। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। অটিজম শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জন শক্তিতে পরিনত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের কল্যণে কাজ করার জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। এটা আমাদের দেশের গর্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ডা. বাপ্পিকবি শেখর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক মো. হারুর অর রশিদ।
পূর্ববর্তী পোস্ট