নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্যের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনায় সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক করে জানিয়েছেন ওই নামে তার কোন এপিএস নেই। সে প্রতারক।
জানাগেছে, সম্প্রতি জনৈক সাঈদ নামের এক ব্যক্তি (মোবা: ০১৩০৫ ৮৩৬২২৭) হজ্জে প্রেরণের জন্য প্রতারণা করে এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র এপিএস পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অথচ সাঈদ নামে সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর কোন এপিএস নেই। তার এপিএস’র নামে মফিজুল হক জাহাঙ্গীর। এবিষয়ে সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ ওই প্রতারক সাঈদকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন।