নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ মো. আমজাদ হোসেন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সাতক্ষীরার সাংস্কৃতিক কর্মীবৃন্দের আয়োজনে শিক্ষক নাসরিন খান লিপি’র সভাপতিত্বে নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে মরহুম ওস্তাদ মো. আমজাদ হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, প্রফেসর আব্দুল হামিদ, এম কামরুজ্জামান, তৃপ্তি মোহন মল্লিক, কামরুল ইসলাম ফারুক, বৈদ্যনাথ কুন্ডু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন মিজানুর রহমান খান, কামরুল ইসলাম ফারুক, কবি পল্টু বাশার, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সংগীত শিক্ষক মনোরঞ্জন, কষ্ঠশিল্পী শামীমা পারভীন রতœা, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু প্রমুখ।
বক্তারা বলেন, ‘ওস্তাদ মো. আমজাদ হোসেন ছিলেন এদেশের একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সংগীত ওস্তাদ ও বাংলাদেশ বেতারের স্বনামধন্য নজরুল সংগীতশিল্পী। তিনি তার সংগীত জীবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করে গেছেন। তার জীবনদশায় খুলনা বেতারসহ সবখানেই নজরুলের গানই গেয়ে গেছেন। ৫ জানুয়ারি ১৯৫৪ খ্রি. ভারতের ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমায় জন্ম গ্রহণ করেন। আজীবন এই কণ্ঠ সৈনিক সংগীতশিল্পী সবার মাঝে সংগীত বিলিয়ে গেছেন।’
পূর্ববর্তী পোস্ট