দেশের খবর: শীত এখনো শেষ হয় নি। এবার জানা গেলে আবার হতে পারে বৃষ্টি, বইতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর ২০ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা হ্রাস পেতে পারে। ২৩ জানুয়ারি পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে।
ওই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামতে পারে বলে তিনি জানান। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।