তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা মহিলা কলেজে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতা,রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত সততা সংঘের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। কলেজ হলরুমে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী ,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ।
দূর্নীতি দমনে ছাত্র সমাজের ভুমিকায় নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম.প্রভাষক কনা বিশ্বাস ও প্রভাষক অভিজিৎ মল্লিক,মনিটরিং এর দায়িত্ব পালন করেন প্রভাষক গাজী জাহিদুর ইসলাম।
বিতর্ক প্রতিযোগীয় পক্ষে বক্তব্য রাখেন দলনেতা সামিয়া ইফফাত,সামিয়া ইয়াসমিন ও সাবিয়া সুলতানা বিপক্ষে দলনেতা শতাব্দী কর,সায়মাজামান শ্রাবনী ও ইশরাত জাহান সিসি। পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় দায়িত্বে ছিলেন প্রভাষক নিলুফা বানু ও ইমদাদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষা নজরুল ইসলাম। এসময় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।