এসএম বাচ্চু, তালা : তালায় সম্প্রতি চীন দেশ থেকে বাংলাদেশ ফেরত আসা মেডিকেলের এক শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে ।
প্রকাশ,উপজেলার সদরের আব্দুর রাজ্জাকের পুত্র সাগর(২৬) চীনে মেডিকেল পড়–য়া ছাত্র সম্প্রতি বাড়িতে আসেন। তার পরে হতে স্থানীয় প্রসাশনের নির্দেশে তাকে বাড়ি হতে বাহির না হবার নির্দেশ প্রদান করা হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন,সম্প্রতি চীনে মেডিকেলে কলেজে পড়–য়া একজন ছাত্র তার বাড়ি তালাতে আসেন।তবে তালায় করনো ভাইরাস বিষয়ক কোস প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। করোনার উপসর্গ যেমন; সর্দি-কাশি-জ্বর রয়েছে তার। তাই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়ি থেকে বের হলে স্থানীয় প্রসাশন তার প্রতি আইনগত ব্যাবস্থা নেবে বলে জানান তিনি ।
এদিকে অন্য একটি সুত্রে জানা যায়, তালা উপজেলায় আরও ২ জনের করনো ভাইরাসের উপসর্গের সন্ধান পাওয়া গোছে । তাদের মধ্যে সম্প্রতি ইতালি ও আমেরিকা থেকে তার নিজ এলাকা উপজেলায় প্রবেশ করেছেন তাদেও কেউ হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে ।
পূর্ববর্তী পোস্ট