এক ম্যাচ খেলিয়ে পরের দুই ম্যাচে আর সাকিবকে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। উল্টো এদিন আইপিএল অভিষেক হয়েছে ড্যারেন ব্রাভোর। শীর্ষে থাকার দৌড়ে বুধবার রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়েছে কেকেআর। এই জয়ে শীর্ষেই রইলো কলকাতা।
নাথান কোল্টার নাইলের বদলি হয়েই আইপিএল অভিষেক হয় ক্যারিবীয় তারকা ব্রাভোর। টসে জিতে শুরুতে স্টিভেন স্মিথের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গৌতম গম্ভীর। তার জবাবে শুরুটাও দারুণ করেছিল পুনে। ৮ ওভারে আসে ৬৫ রান। যদিও এই স্কোরে চাউলার বলে বোল্ড হয়ে ত্রিপাঠি ফিরলে খানিকটা ধাক্কা খায় পুনে। পরে অবশ্য ব্যাট চালিয়ে ইনিংসে প্রাণ ফেরান আরেক ওপেনার আজিঙ্কা রাহানে। ৪৬ রানে তাকেও সাজঘরে ফেরান নারিন। এরপর অধিনায়ক স্মিথ নামলে ঝড়ো গতিতে স্কোর বোর্ডে রান জমা করতে থাকেন। ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ধোনি অবশ্য ২৩ রান করেই বিদায় নিয়েছেন। এরপর সাজঘরে ফেরেন তিওয়ারি (১) ও ক্রিস্টিয়ান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮২ রান তোলে পুনে।কেকেআরের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন কুলদিপ যাদব।
জবাবে কেকেআর শুরুটা সেভাবে করতে পারেনি। নারিন ২০ রানে ফিরে যান। দ্রুত গতিতে রান নেওয়ার চেষ্টায় থাকলেও রান আউট হয়ে ফেরেন সাজঘরে। পরে অবশ্য হাত খুলে খেলতে থাকেন অধিনায়ক গম্ভীর ও উথাপ্পা। এ দুজনে মিলেই স্কোর নিয়ে যান ১৭৮-এ। উথাপ্পা উনাদকাটের বলে ক্যাচ দিয়ে ফিরলে ৮৭ রানে থামে তার দানবীয় ইনিংস। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৬টি ছয়।
জয়ের কাছাকাছি গিয়ে অবশ্য ফিরে যান অধিনায়ক গম্ভীরও। ৬২ রানে ক্রিস্টিয়ানের বলে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ দিকে ১৮.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন ব্রাভো (৬) ও মনিশ পান্ডে। ম্যাচসেরা হয়েছেন ৮৭ রান করা রবিন উথাপ্পা।