বাঁশদহা প্রতিনিধি : কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয় । আর বাস্তবেই ও তাই । দীর্ঘ দিন আজ ৫৩তম কর্মসূচি ঘরে বসে আহার থেকে ঘরে বসে ইফতার সাতক্ষীরার জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার উদ্যোগে এবং ঢাকা ইউনিভার্সিটি এ্যালমানাই এসোসিয়েশনের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহা ইউনিয়নে শনিবার বিকালে মহামারি করোনায় কর্মহীন হয়ে পরা দুস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন সাংবাদিক জুলফিকার আলী।
বরাদ্ধকৃত ঘরে বসে আহার থেকে ঘরে বসে ইফতার বাঁশদহের প্রত্যন্ত জনপদেও পৌছে দিয়েছে।কোন অর্থের মোহে বা কোন স্বার্থ ছারাই।নিজের অক্লান্ত পরিশ্রমওব্যক্তিগত নিজের অর্থ খরচ করে গরীব – দুঃখী পরিবার মানুষের কাছে ইফতার ও আহার সামগ্রী নিয়ে। তার স্বার্থ হলো অসহায় মানুষের সেবা করা।
ঘরে বসে ইফতার পাওয়া কয়েক জন ব্যক্তির সাথে আলাপ কালে ছখিনা বিবি,রহিমা খাতুন,মমেনা বেগম বলেন,দুপুরের রান্না করা খাবার খাইছি, আবার ইফতার পাইছি তাও ঘরে বসে এতে আমাাদের অনেক উপকার হয়েছে ।
পূর্ববর্তী পোস্ট