কালিগঞ্জ প্রতিনিধি।। নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধ ও ক্ষয়ক্ষতির প্রতিকার চেয়ে ভেড়িবাঁধের পাশে বসবাসকারি ভূক্তভোগিরা সংবাদ সম্মেলন করেছে। বুধবার দুপুরে প্রেসক্লাবে ক্ষতিগ্রস্তদের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন নলতা ইউনিয় পরিষদের ১নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের মৃত মফিজ গাজীর ছেলে মানিক, সেহারা গ্রামের মৃত গহর আলীর ছেলে মোকছেদ গাজীসহ কতিপয় ব্যাক্তি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে ব্যবসা করছে। প্রতিদিন শতশত বালি ভর্তি ট্রলী যাতায়াতের ফলে খানজিয়া এলাকার ছোট বড় রাস্তা গুলো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্কুলগামি শিক্ষার্থীসহ পথচারীরা নানান সমস্যার সম্মুখিন হচ্ছে। এছাড়া ওয়াপদা ভেড়িবাঁধের পার্শ্বে বসবাসরত ১৭/১৮ টি পরিবার জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। বাতাসে বালি উড়ে বসবাসকারী পরিবারের শিশু সন্তানসহ সদস্যদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। বালি উত্তোলন বন্ধের কথা বললে অকথ্য ভাষায় গালি গলাজসহ মহিলাদের নিয়ে কুরুচীপুর্ণ মন্তব্য করে। বালি উত্তোলন বন্ধের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওবায়দুল হক মল্লিককে জানালেও তিনি কোন ধরণের ব্যবস্থা নেয়নি। একজন ইউপি সদস্য হিসাবে এলাকার অসহায় মানুষের কথা বলেছি বিধায় আমাকে জড়িয়ে ঐ কুচক্রি মহলটি বিভ্রান্তি মূলক সংবাদ সম্মেলন করেছে। এসময় খানজিয়া ওয়াপদার ভেড়িবাঁধের পাশে বসবাসকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।