নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ এলাকায় ডিসলাইন ব্যবসায়ী বিল্লাল কে ব্যবসায়ীক ক্ষতিগ্রস্থ মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ সাজ্জাত হোসেন। এসময় এলাকাবাসীর পক্ষে নাজমুল হোসেন, জীবন, রফিকুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।
তারা বলেন, রসুলপুর এলাকার বিল্লাল হোসেন দীর্ঘদিন পরানদহা, পায়রাডাঙ্গা, আড়–য়াখালী ও বকচরা এলাকায় ডিশ লাইনের সংযোগ দিয়ে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু অত্র এলাকার মৃত. রজব আলীর পুত্র ওবায়দুর হোসেন , সিরাজুল ইসলাম, নূরুজ্জামানের পুত্র সিদ্দিক ও খালিদসহ কতিপয় কুচক্রী মহল বিল্লালকে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তারা উক্ত লাইনটি নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে মানুষ ভাড়া করে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করিয়ে বিল্লালকে হয়রানি করে যাচ্ছে। ক্যাবল ব্যবসার ভাবমূর্তি নষ্টকারী এবং বিল্লালের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
পূর্ববর্তী পোস্ট