নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।
বুধবার সকাল ১১ টায় তিনি সাতক্ষীরায় পৌঁছানোর সাথে সাথে তার নির্বাচনী এলাকার শত শত দলীয় নেতাকর্মী মটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় নিয়ে যায়।
তিনি নিজ গ্রামে পবিত্র শবে-বরাত পালন, নেতাকর্মীদের সাথে মতবিনিময়, নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের জন্য সাতক্ষীরায় এসেছেন বলে জানা গেছে।
সফর সম্পর্কে ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, আগামী নির্বাচনে তৃনমূলে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং বিএনপি ও জামায়াত-শিবিরের অপতৎপরতা রোধে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করবো। এছাড়া দেশকে জঙ্গিবাদ এবং মাদকাসক্ত করার চ্যালেঞ্জ নিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত গড়ে তুলবো।
এদিকে ডা. আফম রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় যাওয়ার পথে দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর পবিত্র শবে-বরাত উপলক্ষে নিজস্ব বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আংশগ্রহণ করেন ডা. আ ফ ম রুহুল হক এমপি ও তার সহধর্মীনি ইলা হক।
পরে বিকাল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নলতায় তাঁর নিজস্ব বাসভবনে এক মতবিনিময় করেন অধ্যাপক রুহুল হক এমপি।
এদিকে ডা. আ ফ ম রুহুল হক এমপি আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়মে আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এবং বিকাল ৩ টায় দেবহাটা উপজেলার কুলিয়ায় আয়োজিত উপজেলার দলীয় সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট