প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পেশাজীবী পর্ষিদের সাতক্ষীরা জেলায় বর্ধিত সভায় বক্তারা বলেছেন মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার পরিনাম ভাল হবে না বলে হুশিয়ারী করেছেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে গতকাল ৫ই ডিসেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে দলের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।
সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম, মাষ্টার আসাদুল ইসলাম যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহমান হাবিব, আসাদুজ্জামান লাবলু, মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, এড.সুনিল কুমার ঘোষ, প্রভাষক শীবপদ সরকার, মোছাক সরদার, আব্দুর রহমান, বিলাল হোসেন গাজি।
মৎস্যজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি সংকর মিস্ত্রি, ব্যাংক ও বীমা প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ইমাম হোসেন, আইনজীবী সহাকরী প্রাতিষ্ঠানিক শাখা সাধারণ সম্পাদক আবুল বাশার,
হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সাধারণ সম্পাদক ডাঃ নাছিম আহমেদ, প্রাথমিক শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মাষ্টার আব্দুল আওয়াল, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মাষ্টার শফিউদ্দীন,ক্লিনিক ডায়াগনিষ্ট প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ খলিলুর রহমান।
আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা সভাপতি সাংবাদিক গোলাম রহমান, শ্যামনগর উপজেলা সভাপতি জি এম আব্দুল গফুর, কালিগঞ্জ উপজেলা সভাপতি মুকুল বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তালা উপজেলা সাধারণ সম্পাদক পলাশ খান তোতা, সদর উপজেলা সহ-সভাপতি মুজিবুর রহমান, দেবহাটা প্রতিনিধি এড. আছাফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন জেলা মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অধ্যাপিকা ছন্দা রাণী মন্ডল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান, সহ দপ্তর সম্পাদক শেখ জামাল হোসেন বকুল, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক দেবাশিষ সরকার,সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাজি শাহাদাৎ হোসেন,সহ-স্বাস্থ্য ডাঃ এফ আর সোমা, সহ-ভূমি সম্পাদক নাজমা খাতুন, সহ-মহিলা সম্পাদক মনিরা খাতুন, সহ-অর্থ সম্পাদক অজিত ঘোষ, মাষ্টার আনোয়ার হোসেন, ডাঃ শহিদুল ইসলাম দুলু, শাহিদা আক্তার ময়না,ব্রজেন মিস্ত্রি,রহমত আলী, গাজি আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, মন্টু দাস,গোলাম এজদান, আবুল খায়ের প্রমুখ।
সভায় কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে দুর্বৃত্তরা সাম্প্রতিক নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্যের কিছু অংশ ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এইহেন ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী করেন।
নেতৃবৃন্দ বলেন ১৯৬৯ সালে এই দিনে বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ ঘোষণা করেন তাই বাংলাদেশে তার ভাস্কর্য থাকবে। যে কোন মুল্যে প্রতিহত করা হবে।
প্রয়োজনে দেশের প্রত্যেক ওলি গলির মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর পক্ষ থেকে । সভায় আগামী ৯ জানুয়ারী-২০২১ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করবার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পূর্ববর্তী পোস্ট