স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এ তালিকায় জায়গা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং রবার্ট লেভানদোভস্কির।
সেরা তিনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বছরজুড়ে আলো ছড়ানো নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডিক, কেভিন ডি ব্রুইন, সাদিও মানে, কিলিয়ান এমবাপের মতো ফুটবলাররা।
ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের পঞ্চম সংস্করণ হবে এটি। এখন পর্যন্ত তিনজন বিজয়ী পেয়েছে এই সংস্করণ। ২০১৬ এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে টানা দুইবার এই পুরস্কার জেতেন পর্তুগিজ যুবরাজ রোনালদো।
২০১৮ সালে লস ব্লাঙ্কোসদের হয়ে জেতেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। আর গত বছর অর্থাৎ ২০১৯ সালে বার্সেলোনার হয়ে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটি হাতে তুলেন আর্জেন্টাইন খুদেরাজ মেসি।
রোনালদোই একমাত্র খেলোয়াড় যিনি আগের চার সংস্করণের প্রতিটিতেই সেরা তিনের মধ্যে ছিলেন। গত বছর জুভেন্টাস ফরোয়ার্ড লড়েন লিওনেল মেসি আর ভার্জিল ফন ডিকের সঙ্গে।