আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম-বেউলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার মাঠে লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা করেন দেশী ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে মহিষাডাঙ্গা ফুটবল দল এবং তালা শৈকত ফুটবল দল।
টুর্নামেন্টের ২য় ম্যাচের উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবম মোসাদ্দেক। পাইথালী মিলন মহল যুব সংঘের আয়োজনে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি এমডি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জি এম গাউসুল আজম, ইউপি সদস্য আলতাফ হোসেন সানা, বুধহাটা ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যা পদপ্রার্থী মোছাঃ মেহেরুন্নেসা, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বেলাল হোসেন উজ্জ্বল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলিউর রহমান, তরুন সমাজ সেবক রবিউল ইসলাম তোতা, জেলা সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক মুসিবুর রহমান প্রমুখ।
শনিবার বিকাল তিনটায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তালা শৈকত ফুটবল দল ০-২ গোলের ব্যবধানে মহিষাডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করে।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পিপুল খান এবং সহযোগিতায় ছিলেন ইয়ামিন হোসেন, আকবর হোসেন ও শিমুল হোসাইন। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাভার্যে ছিলেন আশরাফ হোসেন ও আছাদুল ইসলাম।
মহিলা ডাঙ্গা ফুটবল দল, তালা শৈকত ফুটবল দল।
পূর্ববর্তী পোস্ট