নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মাটি কেটে নতুন বেড়ী বাধ নির্মানের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা শহরের ইটাগাছা ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলেন কামালনগর গ্রামের মৃত. মান্দার সরদারের পুত্র নূরুজ্জামান। উক্ত সম্পত্তি নিয়ে পলাশপোল এলাকার মৃত. মনিরুল ইসলাম খানের পুত্র ফয়জুল কবির খানের সাথে বিরোধ হওয়ায় নূরুজ্জামান সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। যার নং- ২৩/২০। উক্ত মামলায় আদালত উক্ত সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অথচ ফয়জুল কবির খান, ইটাগাছা গ্রামের ইসরাফিল গাজী, তার স্ত্রী সাহানারা বেগম, আব্দুল মাজেদের পুত্র মনিসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী ২৪ জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে প্রবেশ করে। এসময় তারা জমির মাটি কেটে নতুন বেড়ী বাধ নির্মান করে এবং ঘেরা বেড়া দেওয়ার চেষ্টা করে। এঘটনায় ভুক্তভোগী নূরুজ্জামান সরদার আদালতের নির্দেশ অমান্যকারী ফয়জুল কবির খান গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট