প্রভাষক এস. আর আওয়াল : তালার খেশরার বালিয়া গ্রামে দ্রুতগামী মোটরসাইকেল’র ধাক্কায় প্রানতোষ দাস প্রান্ত (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে দুর্ঘটনায় আহত হবার পর এদিন রাত ১০টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপতালে তার মৃত্যু হয়। নিহত প্রান্ত দাশ বালিয়া গ্রামেন রঞ্জন দাশের ছেলে।
বালিয়া গ্রামের রাজকুমার দাস জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রানতোষ দাস প্রান্ত বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র কয়রা অভিমুখী দ্রুতগামী মোটরসাইকেল চালক মোস্তাক হোসেন তাকে ধাক্কা দেয়। এতে প্রানতোষ দাস প্রান্ত গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনারএকটি বেসরকারি হাসপতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ০৯টার দিকে প্রানতোষ দাস প্রান্ত মারা যান।
এব্যপারে খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, মেধাবী ছাত্র প্রানতোষ দাশ প্রান্ত শালিখা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা সরকাারি কলেজে গনিতে অনার্স অধ্যয়নরত। তার মরদেহ (শনিবার সকাল সাড়ে ০৯টা) এখনও বাাাড়িতে পৌছায়নি।
তিনি আরও জানান, দূর্ঘটনায় মোটরসাইকেল চালক ২নং কয়রা গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোস্তাক গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশংকাজনক বলে তিনি জানান।