তালা প্রতিনিধি : তালায় ২৬ দফা দাবীসমূহ জাতীয় বার্জেট-পূর্বে আলোচনা শিক্ষাই কাম্য অর্থায়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তালা উপজেলা শিক্ষা- কর্মচারী কো-অপারাটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) সদস্য, এশিয়া সাউথ প্যসিফিক এসেসিয়েশন ফর বেসিক এন্ড এডাল্ট এডুকেশন (এ্যাসবো) আয়োজনে ও একশনএইড বাংলাদেশ সহযোগিতায় ২৬ দফা দাবিসমূহ আলোচনা বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শিক্ষক স্বপন কুমার মিত্র, আফরুহী পারভীন, শিখা রানী চৌধরী, কুহেলী নাছরিন, মারুফা জোয়াদ্দার, কেকা মৌলিক, দুলাল ঘোষ, সূর্য পাল, চন্ডী দাস হাজরা, দীপ্তি রানী মন্ডল, সাংবাদিক আব্দুল আলীম ও সেলিম হায়দার প্রমুখ।
আলোচনা সভায় প্রাইমারী শিক্ষক, হাইস্কুলের শিক্ষক, কলেজ শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট