প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা ল কলেজের আয়োজনে এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজের এমএ গফফার হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা ল কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
ওরিয়েন্টেশন ক্লাস শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এসএম হায়দার। ল কলেজের সিনিয়র প্রভাষক এড. মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কলেজের সিনিয়র প্রভাষক এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, সিনিয়র প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, এড.হোসনে আরা হক, এড. নাজমুন্নাহার ঝুমুর, এড. লাকি ইয়াসমিন, এড. শহীদ হাসান,
এড. শরীফ আজমির হোসাইন রোকন, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সভাপতি এস এম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক অহীদুল ইসলামসহ কলেজের নবাগত ছাত্র-ছাত্রী এবং ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষের সফলতা সাথে উত্তীর্ণ কৃতি ছাত্র- ছাত্রী বৃন্দ।
এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের দৈনন্দিন জীবনে আইন অত্যাবশ্যক একটি দিক। এই পেশাকে মানুষকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে শেখায়। বক্তারা সাতক্ষীরা ল কলেজের নবাগত শিক্ষার্থীদের অতীত ধারাবাহিক সফলতা অব্যহত রাখার জন্য আহ্বান জানান।