স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব থেকে লিজেন্ড ক্রিকেটাররা ও সংশ্লিষ্টরা।
সবাই যেখানে বাংলাদেশের প্রশংসা করতে ব্যস্ত, এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি সহ অনেকে বাংলাদেশের অভাবনীয় প্রশংসা করলেও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বাংলাদেশকে যথেষ্ট অপমান করে বলেন যে, ‘বাংলাদেশ সেমিফাইনালে উঠে চ্যাম্পিয়ন ট্রফির সৌন্দর্য্য নষ্ট করেছে।’ বাংলাদেশের সাফল্যে ইমরানের গাত্রদাহ শুরু হয়েছে।
ইমরান খান হয়তো ভুলে গেছেন ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে তার দল বাংলাওয়াশ হয়ে গেছে এবং আফ্রিকা, ভারতের সাথে সিরিজ হয় এবং পরবর্তীতে শ্রীলংকার সাথে টেস্ট জয়, ওয়ানডে, টি২০ জয় এবং ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল আর ছোট দল নেই। যেকোন টুর্নামেন্টের শিরোপা জেতার সামর্থ্য রাখে বাংলদেশ দল।