মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আখড়াখোলা মুকুন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে হাজী সম্মেলনে পবিত্র রমজানের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান জান্নাতুল ফেরদাউস মসজিদ কমিটির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘রোজা আমার জন্য, আল্লাহ নিজ হাতেই তার প্রতিদান দিবে। আমরা রোজার মত জীবনের সকল ক্ষেত্রে খোদাভীতিকে কাজে লাগাতে হবে। রমজান মাসে শিক্ষা নিয়ে বাকী আরও ১১মাস কাজে লাগাতে হবে। আমাদের এ জেলায় বহু গুনী মানুষের জন্ম হয়েছে। এ জেলা উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এই মসজিদ ও মাদ্রাসাটির নতুন ভবনের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। জনগণের স্বার্থে আমি সব কিছু করতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মাষ্টার আজিজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আওয়ামীরীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বাশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আখরাখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল্লাহ।
পূর্ববর্তী পোস্ট