বিদেশের খবর: ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে লংমার্চের আগের দিন এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে। গুলির খবর পেয়ে পাঞ্জাব পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।
দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, যে কনটেইনারে মঞ্চ বানিয়ে এই সমাবেশ হচ্ছিলো, সেখান থেকে ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অন্য একটি গাড়ি সরিয়ে নিতে দেখা গেছে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।
এ ঘটনায় আরো চারজন আহত হওয়ার কথা জানিয়েছেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যরা। তবে কেউ নিহত হয়নি।
ইমরান খানের ঊর্ধ্বতন সহযোগী রউফ হাসান বলেন, ইমরান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল আছে। ইমরানকে হত্যার চেষ্টা চলেছিলো।
ইমরানের আরেক সহযোগী জানান, একজন ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলো। এতে কয়েকজনের সঙ্গে ইমরানও আহত হন।
এদিকে এ গুলির ঘটনার নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।