নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শ্যামনগরে ডাক্তার আনিস এর উপরে হামলা ঘটনা দু’জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরের পরে শ্যামনগর সদরের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আনিসুর রহমান টাকা জমা দিতে গেলে হামলা করে টাকা সিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের ভূমিহীন নেতা মোকসেদ আলীর পুত্র, মোঃ রহমত আলী, ইসমাইলপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সাদ্দাম হোসেন।
হামলায় আহত ডাক্তার আনিসুর রহমান জানান, আমি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত ভাবে আমার উপরে হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেও মাইধ্যে করে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আমাদের এখানে টাকা জমা দিতে আসলে ডাক্তার আনিস এর উপরে হামলা করে । এ সময় থানা পুলিশ সে খবর দিলে তারা এসে দুজনকে হাজার আটক করে নিয়ে যায়।
এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, ডাক্তার সাহেবের উপর হামলায় ঘটনায় রহমত ও সাদ্দামকে আটক করা হয়েছে। কিন্তু ডাক্তার সাহেব এখনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ অনুযায়ী আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।