তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামের মোড়লপাড়া এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘটিকে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।
এর আগে মেছোবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তালা উপজেলা বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যরা মেছোবাঘটি উদ্ধার করেন।
তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যদের সঙ্গে নিয়ে মেছো বাঘটি দ্রুত উদ্ধার করা হয়েছে। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের নির্দেশনায় স্থানীয় বনে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।