সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী’র আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার মিডিয়া সেল এন্ড কমুনিকেশন অফিসার মারিও পান্ডে, প্রোজেক্ট অফিসার গৌতম সরকার, সুপারভাইজার ডাবলু সরকার,
এসও মনিরুজ্জামান, দুখীরাম মন্ডল, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার প্রমুখ।
সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। তরুণ সমাজকে দায়িত্ব নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় উঠোন বৈঠক করতে হবে। আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি