আব্দুল জলিল :
সাতক্ষীরার ঘোনায় নায়েবের যোগসাজসে দুই লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে মহিলা মেম্বর নাজমিরার স্বামী বুলবুল । সোমবার গভীর রাতে এই গাছ নিয়ে যায় । স্থানীয় চেয়ারম্যান আব্দুল কাদের বলছে চোরাই গাছ আটক করার পর নায়েবের সহযোগিতায় রাতের আধাঁরে তারা নিয়ে গেছে । আর স্থানীয় নায়েব আরশাফ আলী বলছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা মালিনি বিলে সরকারি রাস্তার ধারে বিশটি মেহগনি গাছ লাগানো ছিল । শনিবার ঘোনা ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের সদস্য নাজমিরার স্বামী বুলবুলের নেতৃত্বে কতিপয় লোকজন এই গাছ কেটে নেয় । রোববার স্থানীয় নায়েব আরশাফ আলী ঘটনা স্থলে যেয়ে সরকারি গাছ আটক করে । তবে সোমবার গভীর রাতে এই গাছ গুলো বুলবুল ও তার লোকজন নিয়ে গেছে । সকালে গাছ দেখতে না পেয়ে স্থানীরা চেয়ারম্যানকে জানায় । চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তাকে জানিয়েছেন ।
স্থানীয়রা জানান, বুলবুলের নিকট থেকে ছনকা গ্রামের রমজান ও সাতক্ষীরার ইটাগাছা এলাকার কাঠ ব্যবসায়ী কামরুল এই গাছ কিনে ছিল।
মহিলা ইউপি সদস্য নাজমিরা ও তার স্বামী বুলবুলির নাম্বারে একাধিক বার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি ।
স্থানীয় নায়েব আরশাফ আলী জানান, তিনি গাছ আটক করেছিলেন । কিন্তু রাতের আধাঁরে তারা গাছ গুলো নিয়ে গেছে । তিনি বিষয়টি এসিল্যান্ডকে জানিয়েছেন । এঘটনায় মামলা হবে বলে জানান ।
ঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের জানান , স্থানীয় নায়েব আরশাফ আলী বিএনপি ও জামায়াত আদর্শের লোক । তার আদর্শের লোক বুলবুল । নায়েবের যোগসাজসে তার আদর্শের লোক বুলবুলকে দিয়ে তিনিএই গাছ কেটে নিয়েছে । চেয়ারম্যান বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তাকে জানিয়েছেন । তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ।