জনতার হাত থেকে লন্ডনের মসজিদের নামাজিদের ওপর হামলাকারীকে রক্ষা করা সেই ইমামের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স চার্লস। ওই হামলায় নিহত হন একজন। আহত হন অনেকেই।
স্থানীয় সময় বুধবার লন্ডনের ফিনসবেরি পার্কে ইমাম মুহাম্মদ মাহমুদের (৩০) সঙ্গে দেখা করেন প্রিন্স।
গত সোমবার লন্ডনের ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেন ড্যারেন ওসব্রোন নামের এক ব্যক্তি। পরে স্থানীয় লোকেরা তাঁকে আটক করে। এ সময় মারধরের শিকার হন তিনি।
ড্যারেনকে মারতে দেখে এগিয়ে যান ইমাম মাহমুদ। পুলিশ আসার আগপর্যন্ত বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করেন তাঁকে।
ইমামের সঙ্গে দেখা করার পর চার্লস যান স্থানীয় ‘মুসলিম ওয়েলফেয়ার হাউস’ নামে একটি সংস্থায়। সবার সঙ্গে দেখা করতে এসে খুব ভালো লাগছে বলে জানান তিনি। তবে সোমবারের ওই ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ ও ‘শোকবহুল’ বলে মন্তব্য করেন চার্লস।
ব্রিটিশ রাজপুত্র বলেন, পুলিশ আসার আগ পর্যন্ত হামলাকারীকে রক্ষা করেন ইমাম মাহমুদ। এটা আসলেই অভিভূত করার মতো বিষয়। ব্রিটেনে এ ধরনের নেতা থাকাটা সৌভাগ্যের বিষয়।
এর আগে চার্লস সেদিনের হামলায় আহত ইয়াসিন হারসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে ইমান মাহমুদ বলেন, ‘আমি দেখলাম, কিছু মানুষ এক ব্যক্তিকে ধরলেন এবং কিল-ঘুষি মারতে শুরু করলেন। তখন আমি তাঁকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাঁকে ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।’
ওই ইমাম আরো বলেন, ‘আমি সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত উত্তেজিত মানুষের কাছ থেকে রক্ষা করলাম।’
ওই ঘটনার পর থেকে নায়ক উপাধি পান ফিনসবেরি পার্ক মসজিদের ইমাম মাহমুদ।