২৩ নভেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে
‘কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আতালতের রায় এবং মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন’ বিষয়ক অধ্যুষিত জনগোষ্ঠীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ও লবণ পানি থেকে পোলের খাল রক্ষা আন্দোলনের নেতা রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। উক্ত আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন বেলা’র নেটওয়ার্ক সদস্য ও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এলাকার কৃষিজীবী মানুষ সংকটের মধ্যে আছে। কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে হাইকোর্টের নির্দেশ আছে। তা সত্তে¡ও সাতক্ষীরার অনেক জায়গায় লবণ পানি ঢুকিয়ে জোরপূর্বক চিংিড়ি চাষ করছে। কেউ হাইকোর্টের নির্দেশ মানছে না। সরকারী দপ্তরগুলোও এই আদেশকে গুরুত্ব সহকারে দেখছে না।
সম্প্রতি কৈখালী এলাকার পোলের লবণমুক্ত করা হয়েছে স্থানীয় আন্দোলনের মাধ্যমে। সেখানেও আইন না মেনেই লবণ পনি ঢুকিয়ে চিংড়ি চাষ করছিল। বক্তারা তাদের বক্তব্যে জরুরীভাবে কৃষিজমি রক্ষায় এবং পুরাতন কৃষিব্যবস্থা বাস্তবায়নে পোল্ডারের মধ্যে লবণ পানি প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের দাবি জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক, বেলা নেটওয়ার্ক সদস্য ও অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, হাশেম আলী, মনিয়ম বেগম, নাসির উদ্দীন, হালিমা বেগম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি