নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের নেতা এড. আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত স্মরণ সভার আয়োজন করে জেলা নাগরিক কমিটি। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জেএসডির সংগঠক সুধাংশ কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সাধারন সম্পাদক সুধাংশ শেখর সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ম-লীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, কৃষিজোটের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মরহুম এড.আব্দুর রহিমের ছেলে জাতীয়পার্টির নেতা আবু জাহিদ তপন প্রমুখ।
বক্তারা গণমানুষের নেতা ও ভাষা সৈনিক মরহুম এড. আব্দুর রহিমের স্মৃতি বিজড়িত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ গণমানুষের কল্যানে আব্দুর রহিম জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। জেলায় পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে কথা বলার কোন লোক নেই। অথচ প্রয়াত আব্দুর রহিম বেঁচে থাকলে পুলিশ এত নিষ্ঠুর হতে পারতো না।
ভূমিহীন নেতা এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষীকি পালিত
পূর্ববর্তী পোস্ট