দেবহাটা ব্যুরো : দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের সভা কক্ষে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় ও সিবিএম’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় এবং আস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সালামাতুল্লাহ গাজী, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র সহকারী পরিচালক দেবেশ দাস, কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমএসআই অফিসার এহছানুল করিম, ডিপিও সদস্য মনোয়ারা খাতুন, সাবিয়া সুলতানা, রেশমা পারভীন, আসের আলী প্রমূখ। সভায় সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সেবা সমূহের অর্জন নিয়ে আলোচনার করা হয়। পাশাপাশি সখিপুর হাসপাতালটি প্রতিবন্ধী বান্ধব করতে হাসপাতালের সম্মুখে র্যাম তৈরী, প্রতিবন্ধীদের জন্য টিকিট ও ঔষধ প্রাপ্তি, বিশেষ বেড বরাদ্ধ, প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী টয়লেট নির্মান করা হয়েছে বলে জানানো হয়। তাছাড়া চলতি মাসে ৮ জন প্রতিবন্ধীকে বিভিন্ন সহায়তাকারী উপকরণ দেওয়া হয়েছে এবং আরো একটি প্রক্রিয়াধীন রয়েছে। ইতেমধ্যে দেবহাটায় প্রতিবন্ধীদের বাছায় করে বিভিন্ন উপকরণের সেবা প্রদান সম্পন্ন হয়েছে। তাছাড়া হাসপাতালে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করছে বলে জানানো হয়েছে ডিআরআরএ’র পক্ষ থেকে। পরে প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কমিটির ত্রৈমাসিক সভা শেষে প্রতিবন্ধী শনাক্তকরণ ও সেবা প্রদান পুনর্বাসন বিষয়ক মডিউল প্রদান করা হয়।
দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা
পূর্ববর্তী পোস্ট