এম. বেলাল হোসাইন : ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে সাতক্ষীরাবাসী। বিদ্যুৎ বিভাগের ১০ এম ভি এ পাওয়ার ট্রান্সফরমারের আন্ডারগ্রাউন্ড ইনকামিং ক্যাবল ফল্ট্ এর কারণে এ বিভ্রাটে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন ৩৩/১১ কে.ভি উপকেন্দ্রে এঘটনা ঘটে। এ কারণে ৮:৪৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সারা শহরে। পরে অবশ্য বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করে কর্তৃপক্ষ। কিন্তু ওই ক্যাবলের কারণে ১০ এম ভি এ পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এ কারণে সাতক্ষীরা শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ৮টি ফিডারের বৃহৎ ও প্রধান ফিডার টাউন ফিডার কাটিয়া ফিডারে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। শহরের গুরুত্বপূর্ণ এই ফিডার দুটির গ্রাহকরা বিদ্যুতের দেখা পান বুধবার ভোর রাতে প্রায় ৩টার দিকে।
এদিকে কেবলে মারাত্মক এ ক্রুটির সংবাদ পেয়ে যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল আলম ও খুলনার এস ডি ই শফিকুল ইসলাম ওই রাতেই সাতক্ষীরায় চলে আসেন। তারপর থেকে অদ্যাবধি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা ওজোপাডিকোর ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী খালিদ হাসানের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি যান্ত্রিক ত্রুটি মাত্র। আমরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বল্প আকারে সকল ফিডারে কম বেশি লোড শেডিং অব্যাহত থাকছে।” তবে যেকোন মুহুর্তে ক্রটি মেরামত হয়ে যাবে বলে তিনি আশাবাদ করেন।