তাঁর হাতধরে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশের শুটিং। সাউথ এশিয়ান (এসএ) গেমস ও কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া সুলতানা। এরপর ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর শুটিং থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছিলেন। খেলা নিয়ে কোনো আলোচনায় না থাকলেও হঠাৎ খবরে এলেন তিনি, এক দুর্ঘটনায়। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।
গত ১৫ অক্টোবর বিকেলে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। রান্না করতে গিয়েই তাঁর শরীরে আগুন লেগে যায়।
২০১০ সালে এসএ গেমসের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিংয়েও স্বর্ণপদক পান তিনি। সেই স্বর্ণকন্যা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।