নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২ ডিসেম্বর শনিবার দিনভর শন্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ২ প্যানেলে ২৫ জন প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থী ছিলো। এদের মধ্যে মন্টু-দেলোওয়ার-পানি ডাক্তার পরিষদে ১৩জন ও কামরুল-মিলন পরিষদের ১২ জন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সভাপতি পদে প্রতিন্দ্বিতীতা করেন পরিতোষ কুমার ঘোষ, ও সহসভাপতি সেলিম হোসেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, কামরুল মিলন পরিষদে চেয়ারপ্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক মিলন, সহ-সভাপতি আসাদুল হক, কাস্টমস ও বর্ডার বিষয়ক সম্পাদক খালিদ হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা, অর্থ ও দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য ইয়াছিন ও আব্দুল্লাহ। এদিকে মন্টু-দেলোয়ার-পানি ডাক্তার পরিষদে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও বন্দর বিষয়ক সম্পাদক সদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সদস্য লাল্টু। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিতোষ কুমার ঘোষ।
ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ, সম্পাদক মিলন
পূর্ববর্তী পোস্ট