আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক নগরীতে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর চলমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। শনিবার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিগেডিয়ার জেনারেল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আইএস উগ্রবাদীদের সঙ্গে সংঘর্ষে আমাদের ৪৬ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।’
কিরকুকের স্বাস্থ্য অধিদপ্তর নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল আরো বলেন, শুক্রবার ভোরে অভিযান শুরুর পর থেকে অন্তত ২৫ উগ্রবাদী হামলাকারীও নিহত হয়েছে।