মোস্তাফিজুর রহমান : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর প্রস্তুতিমূলক মডেল টেষ্ট পরীক্ষায় আশাশুনি উপজেলায় ৪ হাজার ৯ শ’ ৯৩ জন পরীক্ষাথী অংশ নিয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের ৩১টি কেন্দ্রে সোমবার একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। উপজেলা প্রথামিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় উপজেলার ৩১টি কেন্দ্রে ১৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৮ জন পরীক্ষার্থী, কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৭ জন, গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৬ জন, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮৬ জন, বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৯ জন, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৭ জন, মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৮ জন, গুনাকরকাটি কেন্দ্রে ১৩৩ জন, কচুয়া কেন্দ্রে ১৫৫ জন, কাদাকাটি কেন্দ্রে ১২১ জন, দরগাহপুর কেন্দ্রে ২৩৯ জন, দঃ খরিয়াটি কেন্দ্রে ৬৮ জন, খরিয়াটি কেন্দ্রে ৩৯ জন, মিত্র তেুঁতুলিয়া কেন্দ্রে ১৭৭ জন, চাম্পাখালী কেন্দ্রে ২৮২ জন, উঃ বড়দল কেন্দ্রে ১৯৩ জন, হেতাইলবুনিয়া কেন্দ্রে ৬৮ জন, পিরোজপুর কেন্দ্রে ২০৬ জন, পরিশামারী কেন্দ্রে ৯৯ জন, গদাইপুর কেন্দ্রে ২২৯ জন, বয়ারশিং কেন্দ্রে ৮৫ জন, মহিষকুড় কেন্দ্রে ১৪০ জন, নাকতাড়া কেন্দ্রে ১১২ জন, কলিমাখালী কেন্দ্রে ১৬৯ জন, বিছট কেন্দ্রে ২৩৫ জন, কাকবাসিয়া কেন্দ্রে ২২০ জন, লস্করী খাজরা কেন্দ্রে ১১৫ জন, প্রতাপনগর কেন্দ্রে ১৯৮ জন, চাকলা কেন্দ্রে ১১৬ জন, নাটানা কেন্দ্রে ১২৪ জন এবং দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৯ জন পরীক্ষার্থী রয়েছে। গতকাল ইংরেজী পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন গতকাল মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাবৃন্দ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।
পূর্ববর্তী পোস্ট