তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জিতেছে কিউইরা।
এর আগে, টসে হেরে ওয়ানগারি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৪৮ রান করে। ২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে জর্জ ওয়ার্কার ও কলিন মুনরো ১০৮ রান যোগ করেন। সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়ার্কার। তবে অর্ধশতক থেকে এক রান দূরে থেকে বিদায় নেন মুনরো। শেষ দিকে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স। একটি উইকেট পান কেসরিক উইলিয়ামস।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২২ রানে ফেরত যান সদ্যই বিপিএল মাতিয়ে যাওয়া ক্রিস গেইল। তবে সর্বোচ্চ ৭৬ রান করেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা আরেক তারকা এভিন লুইস। রোভম্যান পাওয়েল ৫৯ রান করলেও আর কোনো ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলে স্কোর বড় হয়নি সফরকারীদের।
নিউজিল্যান্ডের হয়ে ডগ ব্রেসওয়েল চারটি এবং টড অ্যাস্টল নেন তিনটি উইকেট। এ ছাড়া লুকি ফার্গুসন নেন দুটি উইকেট। আগামী শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২৬ ডিসেম্বর একই মাঠে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের পর কিউই ও ক্যারিবিয়ানরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।