সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে বেঁধে ফেলার পর সবাই ভেবেছিল এবার বোধহয় ভারত কিছু করতে যাচ্ছে। কিন্তু প্রোটিয়া পেসারদের তোপের মুখে ভারতীয় ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থা।
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা কিংবা রোহিত শর্মারা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হয়েছেন মুরালি বিজয়।
তবে একপাশে উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে খুব বাজে ব্যাট করায় কোহলির সঙ্গে তার স্ত্রী আনুশকাও সমালোচনার শিকার হয়েছেন। এবার হয়তো সেই কারণেই জ্বলে ওঠলেন তিনি!
দ্বিতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি। যেখানে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। তবে এখনো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ১৫২ রান।