আরাফাত আলী, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডা: মনোজিৎ কুমার মন্ডলের অবহেলার কারনে মারা যাচ্ছে একাধিক গবাদী পশু ও পাখি এমনি অভিযোগ ভুক্তভোক্তগীদের। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাজার গ্রামের মৃত শেখ ময়নুদ্দিন এর ছেলে পত্রিকার হর্কার শেখ নুর আজম পারিবারিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বাড়িতে ১৫ টি ছাগল পালন করেন। কিন্তু গত মাস থেকে হঠাৎ বিভিন্ন কারনে তার ছাগল গুলো বিভিন্ন রোগে অসুস্থ্য হয়ে পড়লে তিনি স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রধান ডা: মনোজিৎ কুমার মন্ডলের সরণাপর্ণ হলে তিনি বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ২ থেকে ৫ দিনের মধ্যেই তার ৯ টি ছাগল মারা যায়। ভুক্তভোগী অসহায় আজম তার অসুস্থ্য ছাগলের চিকিসৎসা না দেওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন আমি ছাগলের চিকিৎসা করি না তুমি উপজেলা নির্বাহী অফিসার থেকে আরম্ভ করে জেলা প্রশাসককে জানাও তাতে আমার কোন যায় আসে না। এছাড়াও কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মধু মিস্ত্রির ছেলে আলী হোসেন ও অভিযোগ করে বলেন পশু হাসপাতালে গেলে তারা কোন পরামর্শ দিতে চায় না। গত মাসে তার ছাগলের খামারে বিভিন্ন রোগে আক্রান্ত হলে ডা: মনোজিৎ কুমার মন্ডলের সরনাপর্ণ হলে তিনি কোন রকম সহযোগীতা না করায় তার খামার থেকে ৭ টি ছাগল মারা যায়। তিনি দু:খ প্রকাশ করে বলেন অনেক কষ্ট করে আমার ছাগলের খামার টি দাড় করেছি কিন্তু ডা: মনোজিৎ কুমার মন্ডল আমার অসুস্থ্য ছাগলের কোন চিকিৎসা না করায় আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি। ঘটনার সত্যতা সম্পর্কে ডা: মনোজিৎ কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়টি আমার স্বরণে নেই। আমি ব্যাপারে কিছুই জানি না। এ বিষয়ে ভুক্তভোগীরা ডা: মনোজিৎ কুমার মন্ডলের অপসরণের জোর দাবি করেছে।
পূর্ববর্তী পোস্ট