অনলাইন ডেস্ক: মিরপুর ১২ নম্বর সেকশনের ইয়াসিন আলী মোল্লার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। আগুনে প্রায় দুই হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে তা দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে। আগুনে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লাগে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তাঁদের ২৩টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মেজর শাকিল আরো জানান, বস্তির বাসিন্দারা বেশিরভাগই পোশাক শ্রমিক। তাদের ঘরে প্রচুর পরিমাণে ঝুট ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। তবে এক নারীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।
রাজধানীর বস্তির দুই হাজার ঘর পুড়ে ছাই
পূর্ববর্তী পোস্ট