কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, সাধারন মানুষের সেবায় জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। যেকোন প্রয়োজনে কোন প্রকারের হয়রানি বা কোন সরকারী কাজে সমস্যার সৃষ্টি হলে সরাসরি তার মোবাইল ফোনে বা সরাসরি যোগাযোগ করার জন্য জেলা প্রশাসক বলেন। তিনি বলেন, তার কোন এজেন্ট বা লোক নেই। তাই কোন প্রকারের লেনদেন কারো সাথে না করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। জেলা প্রশাসক সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক আরো বলেন, দেবহাটা উপজেলার রাস্তাঘাট, বালু মহল ইজারা বন্ধ করা, রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট উন্নয়ন, সাপমারা খাল কাটা সহ সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং এজন্য সকলের সহযোগীতা তিনি কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শেখ জিন্নাত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মূখার্জী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার বিতরন করেন।
পূর্ববর্তী পোস্ট