নিজস্ব প্রতিবেদক: বৃহঃস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনের সংবাদ শুনে বৈরী অাবহাওয়ার মাঝেও সেখানে যান সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। সেখানে পৌঁছে তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নতুন বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে সেখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলেন। বাঁধ মেরামতের লক্ষ্যে সেখানে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী শ্রমিকদের কাজে উৎসাহিত করতে লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে নিজেও তাদের সাথে কাজ করতে লেগে যান জগলুল হায়দার। শ্রমিকদের সাথে কোদাল দিয়ে মাটি কেটে ঝুঁড়িতে করে বহন করেন এমপি জগলুল।
নতুন বাঁধ নির্মাণের লক্ষ্যে ঢাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন বলে উপস্থিত সকলকে জানান এমপি।
এসময় তার সাথে ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।