খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৪৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। আর এতে টেস্ট ক্রিকেটে ইনিংসে নিজেদের সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জার রেকর্ড গড়েছে সাকিব-তামিমরা। এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান সংগ্রহ ছিল ৮৬। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
এন্টিগুয়ায় এদিন টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম-মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। তারপর এক ওভারেই বাংলাদেশের ৩ উইেকেট তুলে নেন ক্রেমার রোচ। ০ রানে সাজঘরে ফিরেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ। এদিন লিটন দাসের ব্যাট থেকে সর্বোচ্চ ২৫ রান আসে। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রুবেলের ৬ রান।
আর ৪৩ রান সংগ্রহ করতে বাংলাদেশ খেলেছে মাত্র ১৮.৪ ওভার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রেমার রোচ ৫টি, হোল্ডার ৩টি ও কামিন্স ২টি উইকেট নিয়েছেন।