রাজনীতির খবর: যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে অংশ নেবে- এমন খবর তার কাছে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, আমার বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে।
যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে তিনি বলেন, আন্দোলনের ঊর্মিমালা রাজপথে আছড়ে পড়বে না।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আইনটির বিধিমালা হওয়ার পর এর অস্পষ্টতা দূর হয়ে যাবে।
আইনটি নিয়ে সাংবাদিকদের ভীত না হতে আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমালোচকরা আমাদের বড় বন্ধু। সমালোচনা থেকে আমরা নিজেদের সংশোধন করেছি।