ভিন্ন স্বাদের কবর: রাজ্য সরকারের প্রশাসনিক ভবনে দেখা গেল চিতাবাঘকে। ঢুকে পড়ল একেবারে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। এতে চরম আতঙ্ক ছড়িয়েছে ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর কাম নয়া প্রশাসনিক ভবনে। টাইমস অব ইন্ডিয়ার খবর।
কর্মকর্তারা জানান, সোমবার ভোর ৩টা নাগাদ গান্ধীনগরের প্রশাসনিক ভবনে ঢুকতে দেখা যায় একটি চিতাবাঘকে। পাশের ইন্দ্রোদা পার্ক থেকে সেটি সেখানে এসেছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায়, ভবনের ব্যারিকেডের নীচ দিয়ে ভেতরে ঢুকছে চিতাবাঘটি।
চিতাবাঘটি এখনও ভবন এলাকায় রয়ে গেছে কি না, তার খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর। এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না কর্মী ও অন্যান্যদের।
বন কর্মকর্তারা ধারণা করছেন, পাশের একটি পার্ক থেকে খাবারের সন্ধানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আসতে পারে বাঘটি।