ভারতের উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার একটি শিবমন্দিরে জোহরের নামাজ আদায় করেছেন প্রায় ১০০ মুসল্লি। ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল এ খবর প্রকাশ করেছে।
ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তারা জ্যামে আটকে যান। এদিকে জোহরের নামজের সময় হয়ে যায়। সেখানেই নামাজ আদায়ের জন্য উপযুক্ত জায়গা খুজতে থাকেন তারা। ওই মুসল্লিদের অবস্থা উপলব্ধি করে এগিয়ে আসেন স্থানীয়রা। তারা একটি শিবমন্দিরের দরজা খুলে দেন। সেটিকে নামাজ পড়ার জন্য প্রস্তুত করতেও সাহায্য করেন তারা। পরে মুসল্লিদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করা হয়।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, কে কোন ধর্মের তা বিষয় নয়। সবারই নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতা আছে। মুসলিমরা আমাদের ভাই। তাদের সাহায্য করতে পেরে ভালো লাগছে।